ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ। এসময় বিক্ষোভকারীরা ভিপি নুরের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বিক্ষোভকারীরা ভিপি নুরুল হক নুরের কুশপুত্তলিকাও দাহ করে।
এছাড়া মানববন্ধনে নুরের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরের দুর্নীতির সাথে সংশ্লিষ্টতার অডিও ভাইরাল হয়েছে। এই কথপোকথনে ১৩ কোটি টাকার কাজ দুর্নীতির মাধ্যমে বাগিয়ে নেয়ার অনৈতিক চেষ্টা করেন নুর। ডাকসুর ছাত্র রাজনীতির সর্ব্বোচ্চ পদে থেকে ভিপি নুর দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে নুর বিশ্ববিদ্যালয়ের আশা-আকাঙ্খার চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও অভিযোগ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
তাই, তার নৈতিক স্খলনজনিত কারণে ডাকসুর ভিপি পদ থেকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।
এর আগে মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস করা হয়।
অডিওতে ডাকসু ভিপিকে জনৈক এব ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা বলতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে তাকে।
অডিওতে আরও বলতে শোনা গেছে, ওই ব্যক্তি ভিপি নুরকে ইমেইল অ্যাড্রেসসহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাঠাতে বলেছেন।
এদিকে ফাঁস হওয়া ফোনালাপের একটি কণ্ঠ যে তারই তা ইতিমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর।
বিষয়টি পরিস্কার করতে ভিপি নুর মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি দাবি করেন, তার ফোনালাপকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিকভাবে প্রচার করা হয়েছে। এমন কাজ সাংবাদিকতার নীতিবিরোধী।