
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুশইন ও জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। ভারত সরকার আমাদের আশ্বস্ত করেছে, এনআরসি বিষয়ে উদ্বিগ্ন না হতে। আমরা ভারতের দেওয়া এই আশ্বাসেই থাকতে চাই। এটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন করে তাদের (ভারত) বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না আমরা।
বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ব্রিফিং এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বুধবার সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ভারতবিরোধী প্রচারণা চলছে, সে বিষয়েও কিছু কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে ভারতবিরোধী মহল নেতিবাচক প্রচারণা চালাচ্ছে এই বিষয় নিয়েও আমাদের কথা হয়েছে।
বাণিজ্যমন্ত্রীর গতকালের পদত্যাগের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, দেখুন, এটা তো কথার কথা। যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দামটা কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন। যেহেতু পেঁয়াজের দাম বাড়তি, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য বলেছেন, পদত্যাগ করলে যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম। সেটা উনি (বাণিজ্যমন্ত্রী) অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন।
পেঁয়াজ, চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তাই মানুষের মধ্যে দাম বৃদ্ধি নিয়ে কোনো অসন্তোষ নেই।