
হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান জানিয়েছেন, ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি তাকে দিয়েছে।
আজ দুপুরে আদালতে হাজির করার পর তিনি এ তথ্য জানায়।
কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শুনানির জন্য দিন ধার্য ছিল। এ মামলার আসামি ১০ জন। এর মধ্যে এক আসামি হলি আর্টিজানে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিগ্যান। রিগ্যানসহ এই মামলার ৯ জন আসামি কারাগারে আছেন। অপর এক আসামি পলাতক আছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত বছরের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।
আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।
আজ বিচারক রিগ্যানের কাছে জানতে চান, আইএসের মনোগ্রাম-সম্বলিত টুপি কোথায় পেলেন? জবাবে রিগ্যান বলেন, ভিড়ের মধ্যে একজন টুপিটি দিয়েছেন। বিচারক জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলেন, চিনি না। তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? রিগ্যান বলেন, কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলেন, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পরেছে।
উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলায় গত ২৭ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি রাকিবুল ইসলাম ওরফে রিগ্যান ও জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর মাথায় থাকা আইএসের লোগো-সম্বলিত কালো টুপি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।