খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমবাড়ী একতা আইপিএম কৃষক কল্যাণ ক্লাবে সোমবার মিনি হারবেষ্টর ধান কাটা-মাড়াই মেশিন হস্তান্তর করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেশিন হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। হারবেষ্টর মেশিন সঠিক ব্যবহার এবং কৃষকরা যাতে এর সুফল পায় সে ব্যাপারে ক্লাবের সদস্যের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা অফিসার আজিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী, ক্লাবের সভাপতি ময়ান উদ্দিন মাষ্টার, সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য ফিরোজ ধান-কাটা মাড়াই মেশিন গ্রহণ করেন। মিনি হারবেষ্টর ধান-কাটা মাড়াই মেশিন দিয়ে ঘন্টায় ১ একর অথবা ৩ বিঘা জমির ধান-কাটা মাড়াই করা যাবে। মেশিনটি ডিজেল চালিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।