গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভাস্থ আদর্শ থানাপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ভূমিদস্যূ সুলতান ও প্রশাসনের ষড়যন্ত্রে মাদক দিয়ে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও ভূমি দখলের চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলণনঅনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর শনিবার বিকেল ৩ টার দিকে গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগিদের পক্ষে মোছাঃ মোরশেদা বেগম, তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমাদের পূর্ব পুরুষ মৃত-ওয়াহেদ আলী বখ্শের স্ত্রী ধলি বেওয়া দিংদের পৈত্তিক জমি বুজরুক বোয়ালিয়া মৌজার জেএলনং ২৪৪, সি/এস খতিয়ান নং ৭৮, আর/এস খতিয়ান নং ১৩১ এর ১৪৫ দাগের ৩৩ শতক জমি নিয়া স্থানীয় ভূমিদস্যু সুলতান আলীর সাথে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা চলিয়া আসিতেছে। যার মোকদ্দমা নং ১০২/০৮। সুলতান স্থানীয় প্রভাবশালী একজন ভূমিদস্যু। সে প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি বৈধ কাগজ পত্রাদি ছাড়াই নিজের জমি হিসেবে দাবি করে মিথ্যা ভাবে হয়রানি করছে। তিনি আরো বলেন, ক্ষমতা ও দাপট দেখিয়ে জমি অবৈধ ভাবে দখলের পায়তারা থেকে রক্ষা পেতে আইনি সহায়তার জন্য দে:কা:বি: আইনের অর্ডার ৩৯ রুল ১/২ এবং ১৫১ ধারার বিধান মোতাবেক আদালতে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়।
কিন্তু সুলতান হিংস্র মনোভাব নিয়ে সে বিজ্ঞ আদালতের মোকদ্দমাকে তোয়াক্কা না করে ক্ষমতা আর প্রভাব খাটিয়ে থানায় এসআই আশুতোষের মাধ্যমে গত ২৫ নভেম্বর থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং ২৭ নভেম্বর একটি মিথ্যা চুরির মামলা দিয়ে ভুক্তভোগি পরিবারকে হয়রানি করছে।
এসব মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ঠ উর্দ্বর্ত্বণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগি পরিবার। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগি পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিগণ।