খরববাড়ি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা সম্মেলনে যোগদান উদ্দেশ্যে যাত্রাকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌঁছলে তাদের ফুল দিয়ে বরন করেন গাইবান্ধা জেলা যুবলীগ সাবেক সভাপতি ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসময় জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবসহ যুবলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবলীগ চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।