
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ১৪টি নাশকতা মামলার আসামি মাইদুল ইসলাম (২৬) কে গ্রেফতার করেছে সাদুল্যাপুর পুলিশ। ২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার মরুয়াদহ গ্রাম থেকে মাইদুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাইদুল ইসলাম মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এখবর নিশ্চিত করে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সাংবাদিকদের জানান, গ্রেফতাকৃত মাইদুলের বিরুদ্ধে ১৪টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় মাইদুল পলাতক আসামি ছিলেন।