গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। চলমান অভিযানের অংশ হিসেবে ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম দরবস্ত ইউপির সাবগাছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ তারাজুল (৩৮) ও মানিক জাফর (৩৫) নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তারাজুল গোবিন্দগঞ্জ থানার সাবগাছি হাতিয়াদহ এলাকার হাফিজার রহমানের ছেলে ও মানিক জাফর একই উপজেলার নাকাই গ্রামের তাজমল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার মূল্য অনুমান ৮লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। তিনি আরো জানান, ধৃত আসামী তারাজুলের বিরুদ্ধে হাফ ডজন মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। সে দীর্ঘদিন পলাতক থাকবার পর কিছুদিন আগে জামিন নিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।