গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে বুধবার (২০ নভেম্বর) দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় দেড় শতাধিক দোকান ঘর ভষ্মিভুত হয়। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আকষ্মিকভাবে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং মূহুর্তের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আশেপাশের বাড়ী ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই কাপড়ের দোকান, মসলার দোকান ও কাঁচা সবজির দোকানসহ প্রায় দুই শতাধিক দোকান আগুনে পুড়ে যায়।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ক্ষতিগ্রস্ত নাকাইহাট বাজারে আশেপাশের লোকজন ছুটে আসে। তবে শত চেষ্টা করেও দোকানদার ও ব্যবসায়ীরা তাদের দোকানপাট আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। অনেক ব্যবসায়ী ও তাদের পরিবারের লোকজনকে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, ‘ফায়ার সার্ভিসকে আগুন লাগার সাথে সাথে খবর দেয়া হলেও অনেক দেরিতে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছানোর কারণে ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং সাঘাটা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মতিয়ার রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে তিনি ঘটনাস্থলে রওনা দেন এবং পার্শ্ববর্তী সাঘাটা ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানান। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে।
খবরপেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ লিটন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ড নির্বাপনের কাজে তদারকি করেন। পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণবাসন সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মহোদয় ও গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, নাকাইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, নাকাইহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী, সাধারন সম্পাদক মোকছেদুল আমিন রিপন সহ নেতৃবৃন্দ।