আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার হলে বেসরকারি টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘সম্প্রচার মাধ্যমের সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেওয়া হবে।’
টেলিভিশন কন্টেন্ট গবেষণার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘টেলিভিশনকে দর্শকপ্রিয় করতে টেলিভিশন কন্টেন্ট গবেষণা প্রয়োজন।’ এ জন্য টেলিভিশনগুলোকে কন্টেন্ট নিয়ে গবেষণারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী গণমাধ্যমের মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের বলবো, সাংবাদিকদের বঞ্চিত করবেন না। সময়মতো বেতন পরিশোধ করবেন। কারণ গণমাধ্যমকর্মীরা অনেক কষ্টে কাজ করেন, তারা যদি সবাই কর্মবিরতি করে, তাহলে চ্যানেল চলবে না। সেটি তারা করছে না, এইজন্য তাদের ধন্যবাদ। যে খেয়ে না খেয়ে, তিনমাস বেতন না পেয়ে তারা কাজ করছে। তাদের এ দরদ সবার অনুধাবন করা প্রয়োজন, যাতে অহেতুক কারো চাকরি চ্যুতি না ঘটে।’
ড. হাছান বলেন, ‘আমরা ইতিমধ্যেই বিদেশি সিরিয়াল প্রচারের ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে প্রচার করার জন্য পরিপত্র জারি করেছি। এবং যারা চালাচ্ছে তারা অনুমতি নিচ্ছে। যেখানে একটি সিনেমা সেন্সরবোর্ড অনুমতি নিয়ে আসতে হয়, সেখানে একটি সিরিয়াল যেটিতে ৫০ বা ১০০ পর্ব আছে, সেটি কি সরকারের কাছে একটি চিঠি দিলেই কি আমরা অনুমতি দিয়ে দিবো ? সে কিন্তু হওয়া সমীচীন নয়। সেজন্য আমরা একটি কমিটি করে দিচ্ছি খুব সহসা, সেন্সর বোর্ডে যেমন ছবি প্রদর্শন করতে হয় সে রকম এ কমিটির কাছে।
এ ছাড়া টেলিভিশনকে কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য হিসেবে ব্যবহার না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান ড. হাছান মাহমুদ।