
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি (অলি) অংশ থেকে এম এ বাশারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাকের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এম এ বাশারকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীরবিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
প্রসঙ্গত, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতা প্রতীকে নির্বাচন করেছিলেন বাশার। তবে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এলডিপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করায় বাশারের আর এলডিপিতে ফেরার কোনো সুযোগ থাকবে না।