গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ১৮ নভেম্বর সোমবার দুপুরে থানা মোড় চারমাথায় মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, জেলা ট্রাফিক পুলিশের টিআই আব্দুন, এডমিন আব্দুর নূর আলম সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সূধীবৃন্দ। এরপর পুলিশ সুপার মহাসড়কে বিভিন্ন যানবাহন চালকদের সচেতনতামূলক লিফলেট প্রদান করেন।
এ সময় গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আযম, বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশোক কুমার সাহা, সড়ক সম্পাদক সঞ্চয় কুমার রায়। ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক স্বাধীন চন্দ্র, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ সাদী, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম সরকারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।