
ক্রিকেট মাঠে উঠতি ক্রিকেটারের মৃত্যুর খবর এখন একটি সময়ের ব্যবধান হয়ে উঢ়েছে। রমন লাম্বা থেকে ফিল হিউজস, বারবার নাম পরিবর্তন করে বলতে হচ্ছে একটা মৃত্যুর। বারবার শিরোনামে হচ্ছে একটা স্বপ্নের করুণ পরিণতির!
ক্রিকেট খেলা চলাকালীন মৃত্যুর দুঃসংবাদ এসেছে বহুবার৷ ফের একবার ক্রিকেট মাঠেই মারা গেলেন ক্রিকেটার৷
গতকাল রবিবার বিকেলে মারেদপল্লী স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার মাঠেই মারা গেলেন৷ ভারতের হায়দরাবাদে এ-থ্রি ডিভিসনের খেলা চলছিল৷ সেখানে ৬৬ রানে আউট হন বীরেন্দ্র নায়েক৷ আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎই পড়ে যান মাথা দেওয়ালে ঠুকে যায়, তাঁর মৃত্যু হয়৷
৪১ বছর বয়সী বীরেন্দ্র নায়েকের স্ত্রী ছাড়া আট বছরের ছেলে, ৫ বছরের মেয়ে রয়েছে৷ নিজের গ্রামের বাড়ি সাওয়ানতাদিতে এই ক্রিকেটারের শেষকৃত্য সম্পন্ন হবে৷
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রিকেটারের মৃত্যু হয়৷ চিকিৎসকরা সব চেষ্টা করেও বাঁচাতে পারেনি এই সম্ভাবনাময় ক্রিকেটারকে৷