গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিএসসি পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টাকালে হাতেনাতে আটক দেলোয়ার হোসেনকে (২৪) তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৭ নভেম্বর রোববার ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজির হোসেন তাকে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন উপজেলার রাজাহার ইউনিয়নের রাজস গ্রামের বাসিন্দা শফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন পরীক্ষা চলাকালে উপজেলার শহরগাছি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কেন্দ্রে ঢুকে মোবাইলের ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমান আদালতে নেয়।আদালতে দেলোয়ার হোসেন নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দন্ডাদেশ দেন। পুলিশ জানায়, দন্ডপ্রাপ্ত দেলোয়ারকে রোববার বিকালে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।