চট্টগ্রামের পাথরঘাটায় একটি বাসার গ্যাস লাইন বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন।
আজ রবিবার সকালে এ ঘটায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিস্ফোরণের ঘটনায় বাসার নিচ তলা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর নীচে কেউ চাপা পরে আছে কিনা উদ্ধার কর্মীরা তা খুঁজে বের করার চেষ্টা করছেন।