
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেড এর মধ্যে টেলিফোন বিল পরিশোধ ও অনলাইনে বিলের তথ্য আপডেট করা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের পর বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক চুক্তির দলিল বিনিময় করছেন।
আজ দুপুরে ইস্কাটনস্থ বিটিসিএল এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষরের সময় বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং সোনালী ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।