বাংলাদেশ আওয়ামী যুবলীগ,গোবিন্দগঞ্জ উপজেলা শাখা ও গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসাবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পৌর প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পী।
উপজেলা যুবলীগের বিপ্লবী সভাপতি তাহেদুল ইসলাম রকেটের সভাপতিত্বে সংগ্রামী সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডুর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর অালম, গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম (মিন্টু), যুগ্নঃ আহবায়ক জাহাঙ্গীর আলম (জাফু), যুগ্নঃ আহবায়ক মশিউর রহমান প্রধান বিপ্লব, যুগ্নঃ আহবায়ক রফিকুল ইসলাম প্রধান সোহেল, যুগ্নঃআহবায়ক মেহেদী হাসান সোহেল, যুগ্নঃ আহবায়ক শাহ আহসান আহাম্মেদ বিপুল, যুগ্নঃ আহবায়ক মাফিজার রহমান রাজু, যুগ্নঃ আহবায়ক রাশেদ খান মুন, যুগ্নঃ আহবায়ক মোস্তাকিন আহাম্মেদ মোমিন, সদস্য হাজী মাহতাব উদ্দিন, সদস্য পাভেল কবির সরকার, সদস্য শ্রী তন্ময় কুমার চাকী, সদস্য রিমন সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, তার সহধর্মীনী আরজু মনিসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মাওলানা মামুনুর রশিদের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।