
শ্বাসকষ্টের কারণে কিংবদন্তী সংগীতশিল্পী ‘ভারত রত্ন’ লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিংবদন্তী এই সংগীতশিল্পী শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছরে পা দেওয়া ভারত রত্ন লতা মঙ্গেশকর শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় ভোররাত ২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
হাসপাতালের চিকিৎসক ফারুক ই উদওয়াদিয়ার অধীনে রয়েছেন লতা। তিনি জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হলেও কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি।
২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন উপাধি দেওয়া হয় এক হাজারের বেশি হিন্দি গানে কণ্ঠ দেওয়া লতা মঙ্গেশকরকে। এ ছাড়া তার ঝুড়িতে রয়েছে ভারতীয় জাতীয় পুরস্কারসহ অসংখ্য অর্জন।