
ফজলুর রহমান মন্টু সভাপতি ও আজম খসরুকে সাধারণ সম্পাদক করে শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
দীর্ঘ সাত বছর পর হতে অনুষ্ঠিত হয়েছে ক্ষমতাসীন আ.লীগের অন্যতম ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১২ তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এছাড়াও বিদেশি তিনজন অতিথি উপস্থিত ছিলেন।