রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে অধ্যক্ষের সাথে অপ্রীতিকর ঘটনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের পাশাপাশি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে দলীয় সব ধরনের সাংগাঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রবিবার বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, দু’জন শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের সুযোগ না দেয়ায় শনিবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।