
বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা ঘোষণায় দেশের ক্রিকেট অনুরাগীদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ; নেমে এসেছে হতাশা। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তার ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিও উঠেছে এ প্রসঙ্গে।
এরই মধ্যে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের ফেসবুক টাইমলাইনে ভাইরাল বিসিবি সভাপতি পাপনের ক্যাসিনোর একটি ছবি এবং ভিডিও। প্রথমে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় বিশ্বস্ত সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি।
যা নজরে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। পাপনের এই ক্যাসিনো খেলার দৃশ্য দেখে হতবাক প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।
এমতাবস্থায় বিশ্বস্ত সুত্রের খবর, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আসার আগেই হয়ত ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করবেন পাপন। হতে পারে সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনাও।
এ ব্যাপারে আ.লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের ব্যাপারটি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন। বিষয়টি তিনি দেখছেন, কাজেই এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’