
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুইটি অভিযানে মাদক সম্রাট শ্রী শংকর বর্মণ (৬৫) ও রুহুল আমিন(২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি এলাকায় অভিযান চালিয়ে শ্রী শংকর বর্মণকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ ইয়াবা উদ্ধার করা হয়। শ্রী শংকর বর্মণ র্দীঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তিনি একাধিক মাদক মামলার পলাতক আসামী। শ্রী শংকর বর্মণ উপজেলার সিংজানি গ্রামের শ্রী রমেশ বর্মণের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও পৌরসভার কাইয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৪শ ইয়াবাসহ রুহুল আমিনকে আটক করা হয় ।
রুহুল আমিন উপজেলার গোহাহাটি পাড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে।এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে #