
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল রোববার মধ্যরাত আড়াইটার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত দুইজন হলেন মিঠাপুকুরের বিষনুপুর এলাকার সাবু ও রফিকুল।
মিঠাপুকুর থানার ওসি জানান, গতকাল রোববার রাতে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় রংপুর থেকে মিঠাপুকুর যাওয়ার পথে একটি বাস একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এ সময় ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।