
বহুল আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও পলাতক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকেল পৌনে ৫টায় গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খোরশেদ আলম দেশ রূপান্তরকে জানান।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ অভিযান। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম।তিনি বলেন, এ পর্যন্ত অভিযানে বিপুল পরিমান বিদেশি মদ, ক্যাসিনোর আয়োজন এবং সিসার সরঞ্জামাদি পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে তিনি জানান।এর আগে সেপ্টেম্বরে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। এরপর বেশ কয়েকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্ষমতাসীন সরকারের সংগঠন যুবলীগের কয়েকজন আলোচিত নেতা গ্রেপ্তার হন। অভিযানে পাওয়া যায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামও।