
জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ২৩/১০/১৯ তারিখ, ১৮:৪৫ ঘটিকায় সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোবিন্দগঞ্জ থানাধীন ৬নং দরবস্ত ইউপি ২নং ওয়ার্ডের বগুলা গাড়ী আদর্শহাট হইতে ধৃত আসামি ১। মোঃ সাইফুল হোসেন (৩৩), পিতা- মোঃ রফিকুল ইসলাম ওরফে অকু মিয়া, সাং-মিয়াপাড়া ২। শ্রী সুদেব বাদ্যাকার (২০), পিতা- মৃত সন্তোষ বাদ্যাকার, সাং- বগুলাগাড়ী উভয়ের থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা দ্বয়ের নিকট হইতে ৪২৫ পিচ লালচে বর্নের এ্যামফিটামিন জাতীয় ইয়াবা। এবং যাহার মূল্য অনুমানিক ১,২৭,৫০০/- টাকা সহ আটক করেন। আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৪৬ তারিখ ২৩/১০/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) টেবিল ১০ (ক) ৪১ রুজু করা হয়। একই সময়ে ডিবির অপর একটি টিম সাবইন্সপেক্টর মোঃআনোয়ারুল করিম এর নেতৃত্বে ডিবি টিম গোবিন্দগঞ্জ থানাধীন ৬নং দরবস্ত ইউপি ৬নং ওয়ার্ডের বগুলাগাড়ী ও হরিতলা বাজার হইতে ধৃত আসামি ১। মোঃ জালাল হোসেন (৪২), পিতা-মোঃ মোজােম্মেল হোসেন, সাং-বরিহোসেনপুর ২। আমিনুল ইসলাম (৩৫) পিতা-মৃত বরিজ উদ্দিন সাং-বিরাহীমপুর উভয়ের থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা দ্বয়কে ৪২৯ পিচ লালচে বর্নের এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট মূল্য অনুমান ১,২৮,৭০০/- টাকা সহ আটক করেন। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৪৭ তারিখ ২৩/১০/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)৪১ রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ইহা ছাড়া বিশেষ অভিযান পরিচালনা করিয়া গাইবান্ধা জেলার সদর থানাধীন বোয়ালী ইউনিয়নের বোয়ালী গ্রামে ঘাঘট নদীর পার্শ্ব হইতে ৬ জন জুয়ারু ১। সাদামিয়া (৪৫) পিতা-মৃত মফিজল ২। মোঃশফিকুল ইসলাম (৩৮). পিত-মৃত ছামচুল, ৩| মোঃ জয়নুল হক (৩২) পিতা-মৃত বাহার উদ্দিন, ৪। মোঃ সাদা মিয়া (৫২), পিতা-মৃত আয়েজ উদ্দিন, ৫। মোঃ সোহরাব হোসেন (৩৫), পিতা+মোঃ মোশারফ হোসেন, সকলের সাং-পৃর্ব খামার বোয়ালী, সকলের থানা-গাইবান্ধা সদর, ৬। মোঃ হারুন অর রশিদ (৩৫) পিতা-মোঃ সেকেন্দার আলী, সাং-মারিয়া, থানা-গোবিন্দগঞ্জে সকলের জেলা গাইবান্ধাদের আটক করা হয়।