গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বাগদা কাটা নামক স্থানে পূর্ণভবা গাড়ি থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ ১ মহিলাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃআব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মোঃআরিফ রব্বানীর নেতৃত্বে একটি টহল টিম বাগদা র্ফাম মোবাইল টিম টাইগার টু, পূর্ণভবা শাহ ইউনুস ঢাকা মেট্রো-জ-১৪-১৮০৯ গাড়ির ভিতরে ছিটে বসে থাকা অবস্থায় দিনাজপুর হাকিমপুর থানাধীন নন্দিপুর গ্রামের শাহিন ড্রাইভারের স্ত্রী মোছাঃ ছালিমা ওরফে নাজমা (৪৫) কে বিশেষ কায়দায় বডি ফিটিং অবস্থায় আটক করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।