
মোস্তফা মিয়া -পীরগঞ্জ প্রতিনিধি :
পীরগঞ্জ থানাধীন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে আসামির মৃত্যু নিয়ে ধুম্রজাল। নিহতের পরিবার ও এলাকাবাসী বলছে পুলিশি নির্যাতনে মারা গেছে। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে গতকাল ১৫ই অক্টোবর রাত আনুমানিক ০৮:৩০মিনিটের সময় মিঠাপুকুর থানাধীন ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা,শান্তিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আসামি শামসুল হক (৫৮) ২৫ লিটার মদসহ বড়দরগা এলাক থেকে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশি অভিযানে আটক হন । এরপর ১৬ অক্টোবর সকাল আনুমানিক ৯ টা থেকে সোয়া নয়টার মধ্যে তার ব্যবহৃত গায়ের ফতুয়া দিয়ে হাজতের গ্রিলের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পুলিশ , হাজতে আসামির মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম।
তিনি বলেন তার কাছ থেকে আমরা ২৫ লিটার মদ পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদের কিংবা টর্চার করার কোন কারণ থাকতে পারে না। তাছারা তিনি বৃদ্ধ মানুষ, তাকে মার ডাং করার প্রশ্নইআসে না। উক্ত আসামি হয়তোবা লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়তে থাকে এক পর্যায়ে ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্র করে উৎসুক জনতা ইট-পাথরের ঢিল ছুড়তে থাকে এতে ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম তিনিও পাবলিকের ছুড়া ঢেলে সামান্য আঘাতপ্রাপ্ত হন, এছাড়াও রাবার বুলেট ও টিয়ারশেল এর আঘাতে ৯ জন আঘাত প্রাপ্ত হয়েছেন পাবলিকের ছুঁড়া ঢিলে পুলিশের ডি সার্কেল হাফিজুর রহমানসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য যখম প্রাপ্ত হয়েছে বলে জানাগেছে। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, এখানে তদন্ত কেন্দ্র স্থাপনের পর থেকে যেভাবে মাদক জুয়ার উপর আমরা অভিযান চালাচ্ছি যার কারণে মাদকের প্রভাব অনেকটাই কমে গেছে, জুয়াড়িরা জুয়া খেলতে পারতেছে না, আপনারা অবগত আছেন আমরা দল-মত নির্বিশেষে জুয়ার আসর থেকে কাউকে ছাড় না দিয়ে গণহারে জুয়াড়ি গ্রেপ্তার করেছি। আজ এই মাদক ব্যবসায়ীর মৃত্যুর সুযোগ নিয়ে ওইসব জুয়াড়ি যাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছিল তারাও সুযোগ নিচ্ছে, পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। অ্যাডিশনাল এসপি (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত)মোঃ মারুফ হোসেন জানান, আমরা জানতে পেরেছি,
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতে যে আসামি মৃত্যুবরণ করেছে, তিনিও একজন মাদক সেবনকারী ছিলেন, যাই হোক যে ঘটনা ঘটেছে অবশ্যই এর সুষ্ঠু তদন্ত হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের তদন্ত কেন্দ্রের ইন্চার্জ যদি অপরাধী হয়ে থাকে, একজন সাধারণ মানুষের জন্য যে ধরনের বিচার হয়, তার ক্ষেত্রেও ঠিক সেই একই ধরনের বিচার হবে। পুলিশ অপরাধ করে থাকলে তার শাস্তি তাকেও পেতে হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলা হচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে এবং শান্ত রয়েছে। ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের হাজতে আসামি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উত্তেজনার সাথে তাল মিলিয়ে কিছু দুষ্কৃতকারী ব্যক্তি পুলিশের উপর ঢিল ছুড়লে পুলিশ পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড শর্ট গানের গুলি (রাবার বুলেট) ও টিয়ারশেল নিক্ষেপ করে।