খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আসুন মাসিক নিয়ে কথা বলি ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএসএস) দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী ডি.ইউ গালর্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ও ওয়াশ ইন স্কুল প্রোগ্রাম এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় দিবস পালিত হয়। আমলাগাছী ডি.ইউ গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাথিয়া আযাযিয়া জান্নাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াশ ইন স্কুল প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার রেজাউল হক, টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার আলম মিয়া, টেকনিক্যাল অফিসার মনিটরিং আরিফা আকতার, ওয়াশ প্রমোশন অফিসার রুমা খাতুন, প্রজেক্ট অফিসার অপারেশন উজ্জল মিয়া প্রমুখ। অপরদিকে, সাতারপাড়া এম.ইউ বালিকা উচ্চ বিদ্যালয়েও দিবসটি পালন করা হয়।