
মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত এবং দেশের মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ শুনানি হওয়ার কথা।
গত ১ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতাল ভর্তি থাকায় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।