গাইবান্ধা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন সেক্টরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস-জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা তথ্য অফিস, গাইবান্ধার আয়োজনে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন মিশন এবং ভিশনের উপর আলোকপাত করে সরকারের সাফল্য অব্যাহত রাখতে বাল্যবিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করেন। তিনি এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা পেতে সরকারী বিভিন্ন কলনাম্বার ব্যবাহারের উপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, স্যানিটেশন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুত, শিক্ষা সহায়তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার আলোকপাত করে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, কলেজের উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার নুরুন্নবী সরকার তারা, প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন জেলা তথ্য অফিসার।