
আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আদালতের মাধ্যমে দুর্নীতিবাজ দল হিসেবে বিএনপি এখন প্রতিষ্ঠিত। তাই সেই দলের নেতা-কর্মীদের জনগণের কাছে তাদের পক্ষে ভালো কথা বলার কিছু নেই।’
আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ অ্যাড আ. ক. ম. সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া ৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আ.লীগের সভাপতি সদর উদ্দীন, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
হানিফ আরও বলেন, রাজনৈতিকভাবে জনগণের সামনে বিএনপি’র কিছু বলার নেই। ক্ষমতায় থেকে নানা অপকর্মের কারণে এ দলের শীর্ষ নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতের রায়ে দন্ডিত হয়ে কারাগারে আছেন। ২০১৩ সাল থেকে বেগম খালেদা জিয়া কতবার আ.লীগ সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে দেশবাসী তা দেখেছে। দেখতে দেখতে সাত বছর পার হলেও বিএনপি’র আন্দোলন এখনো মাঠে গড়ায়নি। সুতরাং বিএনপি নেতাদের কথা জনগণ এখন আর আমলেও নেয় না।
সকলের প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে বলে উল্লেখ করে হানিফ বলেছেন, কাজের প্রতি দায়িত্বশীল হলেই কেবল সফলতা আসবে। আমাদের প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারণে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি প্রকল্পের উন্নয়নমূলক কাজ। তিনি বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন হয়েছে। যে পরিমাণ উন্নয়ন এই কুষ্টিয়ায় হয়েছে তা দেশ স্বাধীনের পরে কেউ করতে পারেনি।