গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা সদর উপজেলা শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সম্মেলন না করতে পারায় কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ১৮ মে বৃহস্পতিবার থেকে কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত করা হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখা কমিটির সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া নতুন কমিটি ঘোষণা না দেয়া পর্যন্ত সদর উপজেলা শ্রমিক লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে ওই পত্রে উল্লেখ করা হয়।