
নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধ করতে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ ৮ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে চাদপুরের পদ্মা নদীর দুর্গম চর রাজরাজেশ্বরে এ ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সংঘবদ্ধ জেলেরা নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর লগি বৈঠা নিয়ে হামলা করে। হামলার সময় ৮-১০ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে শতাধিক জেলে তাদের ঘিরে ধরে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিছুর রহমান জানান, আহত জেলেদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ায় আহতদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।