গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হয়রানীমূলক পুলিশি তল্ল¬াসির প্রতিবাদে শনিবার গাইবান্ধা জেলা শহরে এক বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচীর আয়োজন করে।
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সাইফুল আলম সাজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, নাদিম মাহমুদ, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কৃষকদল সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, এসএম কামাল হোসেন, জামান আলী, আব্দুল হাই, যুবদল নেতা রাগিব চৌধুরী, আসাদুজ্জামান নোহানী তুষার, উৎপল, আহমেদ সেকেতুর রব অনিক, মুশফিকুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, খন্দকার আল আমিন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুন্নবী তিমু, জাসাস সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মাসুদার রহমান চৌধুরী, শফিউন করিম দোলন, মাহবুবার রহমান, হুনান হক্কানী, ইমদাদুর হক ইলু, আতোয়ার রহমান, ফেরদৌস আলম লিটন, শফিকুর রহমান খোকা, শরীফ উদ্দিন, মুনমুন, রহমান মিয়া প্রমুখ।
বক্তারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হয়রানীমূলক পুলিশি তল্ল¬াসির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।