শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন জেএসসি পরীক্ষা-২০১৯ সামনে রেখে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব পর্যায়ের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আজ রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় জেএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা কমিটির মিটিং শেষে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোচিং বন্ধ থাকার ফলে হয়তো অন্যান্য শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হতে পারে। যেহেতু আমরা কোচিং ব্যবসার লাগাম পুরোপুরি টেনে ধরতে পারিনি তাই সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন অপরাধীচক্র যেন প্রশ্নফাঁস করতে না পারে সে ব্যাপারে আমাদের তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে।