
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাদের পিটিয়ে হত্যার পর ছাত্ররাজনীতি বন্ধের দাবি উঠেছে। রাজনৈতিক, সামাজিক, ও শিক্ষাঙ্গন থেকে উঠা এই দাবির বিষয়ে মুখ খুলেছেন আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়।
আজ রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারীতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা পরে জানতে পারবেন।