
পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুইদিনের রিমান্ড শেষে শনিবার তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক আরিফুর রহমান সরদার।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার ও সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর আলী।
এর আগে গত বুধবার তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ৮ অক্টোবর সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।