
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পরিকল্পনাকারী বুয়েটের ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আবরার হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাজধানীর সবুজবাগ থানার রাজারবাগ কালীবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে আলোচনার শীর্ষে আছেন অমিত সাহা। সব ছাত্রছাত্রীর মুখে তার নাম। বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক তিনি।
জানা যায়, এক আত্মীয়ের বাসা থেকে অমিত সাহাকে আটকের তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
আবরার ফাহাদকে যে কক্ষে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি ২০১১ নম্বর কক্ষ। সেই কক্ষের বাসিন্দা অমিত সাহা।
প্রসঙ্গত, রবিবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের (২১) মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।