
প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে ঢাকায় আসছে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল টুইটার পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। প্রীতি ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।
মেসির নেতৃত্বে নভেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে আর্জেন্টিনার। সে মাসের ১৮ তারিখ প্যারাগুয়ের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিয়ানদের। প্যারাগুয়ের ফুটবল টিমের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে আর্জেন্টিনা-প্যারাগুয়ের এই ম্যাচের কথা জানে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফের মিডিয়া বিভাগ আর্জেন্টিনা-প্যারাগুয়ে প্রীতি ম্যাচের ব্যাপারে কিছু জানাতে পারেনি।
বাফুফে’র মিডিয়া বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এ রকম কিছু এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ’
উল্লেখ, ৯ বছর পর আবারও প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১১ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা।