
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ক্যাসিনোর নামে যে জুয়ার আসর বসতো এটা কোন রাজনৈতিক দলের অফিসে না, এটা ক্লাবে বসত। ক্লাবের এই জুয়ার আসরের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।
আজ দুপুরে কুষ্টিয়ার চৌড়হাসে কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘দক্ষ জনশক্তি সৃষ্টিতে কুষ্টিয়া টিটিসির ভুমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, বিএনপির আইনজীবির কথার প্রেক্ষিতে মনে হয় যে তারা যে কৌশলটি বেছে নিয়েছে সেটি তাদের অপকৌশল।
তিনি বলেন, তারা চায় খালেদা জিয়া কারাগারে থাকুক। আর তাকে মুক্তির নাটক করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা। এটি তাদের রাজনৈতিক অপকৌশল।
হানিফ আরো বলেন, বিএনপির রাজনৈতিক অপকৌশলের কারণেই খালেদা জিয়া আজ কারাগারে। এর সাথে সরকারের কোন সম্পর্ক নেই। সূত্র- বাসস।