
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। আদালত তাকে বয়স বিবেচনায় খালাস দেবেন, নাকি দেবেন না, এটি একান্ত আদালতের ব্যাপার। তবে, এখানে দুর্নীতির সঙ্গে রাষ্ট্রপক্ষের আপস করার অথবা বিএনপির আবদার রক্ষা করার কোনও সুযোগ নেই।
শনিবার দুপুরে চট্টগ্রামের নগরীর ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিন সিনে কমপ্লেক্সে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার কারণে খালেদা জিয়ার শাস্তি হয়েছে। এ ধরনের দুর্নীতি মামলায় রাষ্ট্র যেখানে পক্ষ, সেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জামিনের বিরোধিতা করা। এখন যদি রাষ্ট্র বিরোধিতা না করে, তাহলে সেখানে দুর্নীতির সঙ্গে আপস করা হয়। রাষ্ট্রের দায়িত্ব হলো দুর্নীতির দায়ে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন জামিন চাইবেন, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বিরোধিতা করবেন, এটিই তার দায়িত্ব। এটি যদি করা না হয়, তাহলে তো দুর্নীতির সঙ্গে আপস হয়ে গেলো।
তিনি আরো বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়াকে কারাগারে রেখে রাজনীতি করতে চান, নাকি খালেদা জিয়াকে সত্যিকার অর্থে আইনি পথে মুক্ত করতে চান, সেটি তারাই ভালো জানেন। তারা একবার বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে, তারা করুণা চান না। আবার বলেন, রাষ্ট্রপক্ষ যেন বিরোধীতা না করে। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।