খবরবাড়ি ডেস্কঃ প্রেস ইন্সটিউটের অব বাংলাদেশের আমন্ত্রণে সাংবাদিক সরকার মোঃ শহিদুজ্জামানের নেতৃত্বে দু’দিন ব্যাপী কর্মশালায় ট্রেনিং শেষে সনদপত্র গ্রহণ করলেন গাইবান্ধার ৫ জন।
১৯ মে শুক্রবার ঢাকায় প্রেস ইন্সটিউটের অব বাংলাদেশের কর্মশালা শেষে প্রেস ইন্সটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এবং এ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর হাত থেকে সনদপত্র গ্রহণ করলেন গাইবান্ধার ৫ জন সাংবাদিক। তারা হলেন সরকার মোঃ শহিদুজ্জামান, গৌতম আশিষ গুহ, আমিনুল হক, আতিকুর রহমান আতিক বাবু ও শামীম আল সাম্য প্রমুখ।