
হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দপ্তরে দেখা গেল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, মাশরাফির এলাকায় একটি ফায়ার স্টেশন আছে, যেটি তৃতীয় শ্রেণির। এটিকে নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়িসহ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মাশরাফি।