
অনলাইন ক্যাসিনো গুরু সেলিম প্রধানের বাসা ও কার্যালয়ে দীর্ঘ অভিযান চালিয়ে বিপুল অর্থ, বিদেশী মুদ্রা, চেক ও অনলাইন ক্যাসিনোর সার্ভার জব্দ করেছে র্যাব।
মঙ্গলবার সেলিম প্রধানের বাসা ও অফিসে অভিযান শেষে এসব কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
সারওয়ার বিন কাশেম বলেন, ক্যাসিনো থেকে আয়ের অবৈধ টাকা ৩টি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হতো। এরপর সেসব টাকা হুন্ডি বা সঙ্গে করে বিদেশে পাচার করে আসছিলেন তিনি। এমনকি সেসব টাকা লন্ডনেও পাচারের তথ্য পেয়েছি।
র্যাব অধিনায়ক বলেন, বর্তমানে কারাগারে থাকা ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ক্লোজ ফ্রেন্ড (ঘনিষ্ঠ) ছিলেন সেলিম। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন মামুনকে একটি বিএমডব্লিউ গাড়িও উপহার দিয়েছিলেন। সেলিম বিভিন্ন সময় লন্ডনে টাকা পাঠিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
সারোয়ার বিন কাশেম বলেন, ‘তার (সেলিম) নথি পর্যালোচনা করে দেখা যায়, চুক্তিপত্রগুলো অনুসারে উত্তর কোরীয় কোনো ব্যক্তি ক্যাসিনো ব্যবসার ৫০ ভাগ টাকা পেত। আর বাকি ৫০ ভাগ টাকা সেলিম প্রধানের। ক্যাসিনো হচ্ছে ভার্চুয়াল ক্যাসিনো, মোবাইলে সফওয়্যার দিয়ে এটা খেলা হয়।’
তিনি আরও বলেন, সেলিম প্রধানের জন্ম ১৯৭৩ সালে ঢাকাতে। সে তার ভাইয়ের হাত ধরে ১৯৮৮ সালের দিকে জাপানে চলে যায়। জাপানে গিয়ে সে মূলত গাড়ির ব্যবসায় নিয়োজিত হয়। পরবর্তীতে সে জাপানীদের সঙ্গে থাইল্যান্ডে চলে আসে। এরপর ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়েন।