গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাসদের ডাকে কেন্দ্রীয় কমিটির চলমান কর্মসূচির অংশ হিসেবে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে সুশাসন দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জাসদ (ইনু) গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, সহ-সভাপতি আকবর আলী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমূখ। বক্তারা বলেন, দূর্নীতি, লূটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ সহ সকল অপরাধ, অবিচার বন্ধ করতে হবে।