
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা কৃষক দলের উদ্যোগে বিএনপির কার্যালয়ের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ এর সঞ্চলনায় মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপরি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ: মান্নান সরকার, শহীদুজ্জামান শহীদ ,যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু,স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন,জেলা শ্রমিক দলেরর সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু, জেলা বিএনপির যুগ্ন ষাধারন সম্পাদক মোকছেদ চৌধুরী, কার্জন চৌধুরী ,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, কৃষক দলের নেতা, এস এম কামাল হোসেন,আবু জাহের, আতাউর রহমান,ফারুক হোসেন, বিপুল কুমার দাস।
বক্তারা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি জানান। তারা বেগম জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দেয়া না হলে আগামী দিনে কঠোর কর্মসূচির ঘোষনা দেয়ার হুশিয়ারি দেন।