
রংপুরে উপ-নির্বাচনের প্রচারণার সময় পিকআপ ভ্যান থেকে ভ্যান পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে রংপুর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে পথসভা শেষে গাড়িতে উঠার সময় তিনি হাতে চোট পান। পরে তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে রেস্টহাউজে বিশ্রাম নিচ্ছেন।