গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহবায়ক জননেতা কাজী মশিউর রহমান বলেছেন, জোট মহাজোটের বিপরীতে পল্লী বন্ধু সাবেক রাষ্ট্র নায়ক হুসাইন মোহাম্মদ এরশাদের জোটের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে একটি সুন্দর উন্নত রাষ্ট্র ব্যাবস্থা কায়েমের জন্য দেশ প্রেমিক জনতাকে আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সন্মেলন বাগদা বাজার হাট চত্বরে অনুষ্টিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখেন কাজী মশিউর রহমান উপরোক্ত কথাগুলো বলেছেন।
কাঁটাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টিও আহবায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইবনে ফজল হক আকন্দের পরিচালনায় সন্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিন রমনা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন , সাবেক ছাত্র নেতা গাইবান্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল , আবুল কালাম আজাদ , রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতা ইঞ্জিনিয়ার আল আমিন সুমন , ফরিদুল ইসলাম , রবিউল ইসলাম , সাইফুল ইসলাম , যুব সংহতির সহ-সভাপতি মাহবুবর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে আনিছুর রহমানকে সভাপতি , রকিব উদ্দিন তরফদারকে সাধারণ সম্পাদ ও আবু মুসা শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির কাঁটাবাড়ী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।