
সম্রাট গ্রেপ্তার আছে কিনা তা দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান অভিযান নিয়মিত চলবে। র্যাবকে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের দায়িত্ব দেয়া হয়েছে। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানে কে কোন দল করে, কে কোন ব্যক্তি আমরা সেটি দেখছি না। অপরাধী যেই হোক গ্রেফতার করা হচ্ছে। তবে সম্রাট গ্রেফতার কিনা তা আপনারা দ্রুত জানতে পারবেন। যেই অপরাধ করুক তাকেই আইনের মুখোমুখি হতে হবে।