খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃস্পতিবার সমাপনী দিনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান আবু তালেব, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ও মেলায় অংশগ্রহণ শিক্ষা প্রতিষ্ঠানের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।